২৪.০২ হতে ২৪.১২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৪৬ হতে ৯০.৫৮ ডিগ্রি র্পর্ব দ্রাঘিমাংশে বেলাব উপজেলা অবস্থিত। উত্তরে কটিয়াদী ও কুলিয়ারচর উপজেলা, দক্ষিণে রায়পুরা উপজেলা, পূর্বে কুলিয়ারচর ও ভৈরব উপজেলা এবং পশ্চিমে শিবপুর ও মনোহরদী উপজেলা।