বেলাব উপজেলার মাটি ও মানুষের মধ্যে খেলাধুলা ও বিনোদন ওতপ্রোত ভাবে জড়িত। এখানে দেশীয় সকল খেলা যেমন- ফুটবল, ক্রিকেট, দাড়িয়া বান্দা, হা ডু ডু, দাবা ইত্যাদি প্রচলিত আছে। বিনোদনের মধ্যে বাংলা নববর্ষ পিঠা উৎসব ও স্থানীয় উদ্যোগে বাৎসরিক প্রতিযোগিতা মূলক মঞ্চ নাটকের আয়োজন করা হয়। তাছাড়াও অত্র উপজেলায় শীতকালে যাত্রাপালা ও সার্কাস প্রদর্শনী লক্ষ্য করা যায়। বাউল গান এ অঞ্চলের জনপ্রিয় গান।