You are here:Home-2023

বার্ষিক সাধারণ সভা, মিলনোৎসব, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান – ২০২৩

সম্মানিত ঢাকাস্থ বেলাব উপজেলাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি"র উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি ২০২৩ পল্লীমা সংসদ, খিলগাঁও এ বার্ষিক সাধারণ সভা, মিলনোৎসব, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আসুন আজই রেজিষ্ট্রেশন করি। ধন্যবাদ

ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি”র বর্ষপুর্তি-২০২৩

"ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি"র বর্ষপুর্তি-২০২৩ এ বেলাব উপজেলাবাসী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। # বেলাব উপজেলাবাসী'র প্রাণের সংগঠন "ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি" কার্যনির্বাহী কমিটির সদস্যগণ হলেন- সর্বজন শ্রদ্ধেয় জনাব এনায়েতউদ্দিন মোঃ কায়সার খান- সভাপতি, ছৈয়দ জহুরুল আমিন কাইয়ুম- সাধারন সম্পাদক, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূইয়া, যুগ্ন-সাধারন সম্পাদক- মোস্তফা কামাল পাশা তাপস, মোঃ নৌপেল মাহমুদ ভূঁইয়া- কোষাধ্যক্ষ

৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

"ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি" ঢাকায় বেলাব উপজেলাবাসী'র "ভ্রাতৃত্ব - বন্ধন - ঐক্য " সুদৃঢ় করবে। এ পথচলায় আমরা সবাই দৃঢ় বন্ধনে একে অপরের পাশে থাকবো এ প্রত্যাশায় ১১ জানুয়ারি ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৪র্থ বর্ষপুর্তি-২০২৩ উপলক্ষে বেলাব উপজেলাবাসী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন

৪র্থ বর্ষপুর্তি-২০২৩ উপলক্ষে বেলাব উপজেলাবাসী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি" ঢাকায় বেলাব উপজেলাবাসী'র "ভ্রাতৃত্ব - বন্ধন - ঐক্য " সুদৃঢ়।