“ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি”র বর্ষপুর্তি-২০২৩ এ বেলাব উপজেলাবাসী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
# বেলাব উপজেলাবাসী’র প্রাণের সংগঠন “ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি” কার্যনির্বাহী কমিটির সদস্যগণ হলেন- সর্বজন শ্রদ্ধেয় জনাব এনায়েতউদ্দিন মোঃ কায়সার খান- সভাপতি, ছৈয়দ জহুরুল আমিন কাইয়ুম- সাধারন সম্পাদক, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূইয়া, যুগ্ন-সাধারন সম্পাদক- মোস্তফা কামাল পাশা তাপস, মোঃ নৌপেল মাহমুদ ভূঁইয়া- কোষাধ্যক্ষ
নির্বাহী সদস্য- ডাঃ এম কে রহমান টিটু ও জেসমিন আরা ইয়াসমিন।
কার্যক্রমসমূহ –
১) ঢাকাস্থ বেলাব উপজেলাবাসী’র বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজের আয়োজন।
২) কোভিডকালীনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অক্সিজেন সিলিন্ডার (লিন্ডে কোম্পানী), পালস্ অক্সিমিটার এবং সার্জিক্যাল মাস্ক প্রদান করা।
৩) চিকিৎসা ও প্যাথলজী সুবিধার্থে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মহাখালী এবং ফেমাস হসপিটাল, বনশ্রীর সাথে দুই বছরের জন্য কর্পোরেট চুক্তি গত ২৬ আগস্ট ২০২১ তারিখে সম্পাদন করা হয়েছে।
৪) বিশ্ববিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রমের জন্য দীর্ঘ মেয়াদি আর্থিক অনুদানের ব্যবস্থা করা।
৫) বার্ষিক পিঠা উৎসব
৮) অস্বচ্ছল পরিবারকে সহযোগিতা করা ।
৯) শীতবস্ত্র বিতরণ।
১০) এসএসসি/এইচএসসি’র কৃতী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা।
১১) বাস্তবিক অবস্থা বিবেচনায় আত্নসামাজিক বিভিন্ন কার্যক্রম গ্রহন করা।
# “ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি”র সাধারণ ও আজীবন সদস্য সংগ্রহের কার্যক্রম চলমান।
# “ঢাকাস্থ বেলাব উপজেলাবাসী”র স্থায়ী নাগরিক সকলেই এ সংগঠনের সহযোগী সদস্য হিসেবে বিবেচিত ।
“ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি” ঢাকায় বেলাব উপজেলাবাসী’র “ভ্রাতৃত্ব – বন্ধন – ঐক্য ” সুদূঢ় করবে।
এ পথচলায় আমরা সবাই দূঢ় বন্ধনে একে অপরের পাশে থাকবো এই আমাদের প্রত্যাশা।
।। শুভ কামনা রইলো।।
শুভেচ্ছান্তে,
এনায়েতউদ্দিন মোঃ কায়সার খান
সভাপতি
ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি
ছৈয়দ জহুরুল আমিন কাইয়ুম
সাধারণ সম্পাদক
ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি
Leave A Comment